কী কী শিখবেন কোর্স থেকে?
ইউজারদের জন্য গুগলের বিভিন্ন প্রোডাক্টিভিটি আর কোলাবরেশন টুলকে এক জায়গায় রাখা আছে গুগল ওয়ার্কস্পেস নামের সার্ভিসে। আপনি এ সার্ভিসের পাঁচটি টুল শিখবেন এ কোর্সে।
গুগল ড্রাইভ (Google Drive)
- গুগল ড্রাইভের সাথে ডেস্কটপের ফাইল সিনক্রোনাইজেশন করা
- বিভিন্ন ফাইল টাইপ
- ফাইল আপলোড, ডিলিট, রিস্টোর
- ড্রাইভে ফাইল-ফোল্ডার সাজিয়ে রাখা
- অন্যদের সাথে একই ফাইল-ফোল্ডারের উপর কাজ করা
গুগল ডকস (Google Docs)
- ডকুমেন্ট এডিটিং
- ইমেজ নিয়ে কাজ করা
- টেবিল, কলাম ও চার্ট তৈরি
- ইমেইল ও অন্যান্য মাধ্যমে কাজ শেয়ার করা
গুগল শিটস (Google Sheets)
- রো (Row) আর কলামের (Column) কাজ
- রো, কলাম ফ্রিজিং (Freezing) ও ফরম্যাটিং (Formatting)
- বেসিক কিছু ফাংশন
- কোলাবরেশনের জন্য কমেন্ট বা মেনশন করা
গুগল স্লাইডস (Google Slides)
- স্লাইডের ব্যাকগ্রাউন্ড ও লে-আউট সাজানো
- ইমেজ আর অন্যান্য অবজেক্ট নিয়ে কাজ করা
- স্লাইডে ভিডিও যোগ করা
- স্লাইড ট্রানজিশন ও অ্যানিমেশন
গুগল ফর্মস (Google Forms)
- ফর্ম বানানো ও এর সেটিংস
- ভিজ্যুয়াল অবজেক্ট নিয়ে কাজ করা
- রেসপন্স সেটিং
কাদের জন্য এ কোর্স?
কোর্সটি আপনার জন্য, যদি –
- আপনাকে রিপোর্টিং, ডেটা অ্যানালিসিস বা প্রেজেন্টেশনের জন্য অন্যদের সাথে প্রায়ই কোলাবরেশনের মাধ্যমে কাজ করতে হয়
- মাইক্রোসফট অফিস টুলগুলোর (যেমন, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল) বিকল্প খোঁজেন
কোর্সের জন্য কী কী লাগবে?
শুধু ইন্টারনেট কানেকশন আর একটা পিসি/মোবাইল/ট্যাব
কোর্সের জন্য কী কী জানা দরকার?
একদমই না। সম্পূর্ণ বিগিনাররাও এ কোর্স করতে পারবে।
Course Content
Google Drive
Google Docs
Google Sheets
Google Slides
Google Forms